শেরপুরে সদরে তল্লাশি চালিয়ে একটি ট্রাকে নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদরের নন্দীর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক।
আটকরা হলেন- মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)। তারা সবাই শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বাসিন্দা।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের একটি দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।
পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
একই সঙ্গে আটকদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আটক আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে মেজর আসিফ আল রাজেক জানিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.