ছোট পর্দায় জুটি বেঁধে মুগ্ধতা ছড়ানোর পর এবার বড়পর্দায় ঝড় তুলতে চলেছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তবে শুধু ছোটপর্দায় নয়, বিজ্ঞাপন আর ওয়েব সিরিজেও তাদের সাফল্য যেন আকাশছোঁয়া। কয়েক বছর ধরে তারা দুজনেই বড় পর্দার ব্যস্ত অভিনেতা হয়ে উঠেছেন এবং এককভাবে সফলও হয়েছেন। ভক্তদেরও অনেক দিনের ইচ্ছা, দুজনকে একসঙ্গে রুপালি পর্দায় দেখবে। এবার দর্শকের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
জানা গেছে, সিনেমাটির নাম ‘পুলসিরাত’। পরিচালনার দায়িত্বে রয়েছেন ভিকি জাহেদ। এটি মূলত একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে।
এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ নিশো-মেহজাবিন জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়া এ জুটির উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘মাইনকার চিপায়’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’, যা দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
বর্তমানে নিশো-মেহজাবিন বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.