
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বিকেল ৩টার দিকে পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের অধীন ৮০১/১১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। আটক রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাশেদুল ইসলাম সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করলে ভারতের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
বাংলাদেশি যুবক আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।
তিনি বলেন, বিএসএফের মাধ্যমে একজন বাংলাদেশি নাগরিককে আটকের খবর পাওয়া গেছে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি জানান, আটক বাংলাদেশিকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.