আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দল ভারতে খেলতে রাজি নয়। নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের কারণে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। এই টানাপোড়েনের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বর্তমান চেয়ারম্যান মহসিন নকভির পাশে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের অবস্থানকেও সমর্থন করেছেন।
সবকিছু শুরু হয়েছে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা দিয়ে। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে নিরাপত্তার কারণ দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর বাংলাদেশে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। যদি আইপিএলে একজন খেলোয়াড়কে নিরাপত্তার অজুহাতে বাদ দেওয়া যায়, তাহলে বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে?
এরপর বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে যে, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। একাধিক বৈঠক হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তাই সূচি বদলানো হবে না। চলতি সপ্তাহে আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলে। তবু বিসিবি নিজের অবস্থানে অনড়। তারা এখন আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে গেছে।
এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে বলে খবর। যদি বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তানও একই পথে যেতে পারে। শুক্রবার নাজাম শেঠি প্রকাশ্যে এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন,“বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাক পিসিবি কী সিদ্ধান্ত নেয়।”
মহসিন নকভির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে শেঠি আরও বলেন, “মহসিন নকভি ক্রিকেটটা ভালো বোঝেন। খেলাটার সব দিক নিয়ে তার পরিষ্কার ধারণা আছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই সঠিক হবে।”
বাংলাদেশের কঠোর অবস্থানকে তিনি সমর্থন করে বলেন, এতে আইসিসির চোখ খুলবে। শেঠির মতে,“পাকিস্তানের পর যদি অন্য দেশগুলোও দাঁড়ায়, তাহলে আইসিসি বুঝবে—এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.