বিপিএলের দ্বাদশ আসরের পর্দা নেমেছে। গতকাল শুক্রবার ফাইনালে দারুণ জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তারা চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবারের মতো (এই ফ্র্যাঞ্চাইজি হিসেবে) শিরোপা ঘরে তুলেছে।
এবারের টুর্নামেন্টে মোট প্রাইজমানি ছিল প্রায় ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। আর রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
ফাইনালে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরির কল্যাণে ম্যাচসেরা হয়েছেন তিনি। এই পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনিও পেয়েছেন ৫ লাখ টাকা।
বোলিংয়ে দাপট দেখিয়ে সেরা বোলার এবং সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার জিতেছেন শরিফুল ইসলাম। একই সঙ্গে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট)। সব মিলিয়ে শরিফুল পকেটে পুরেছেন ১৫ লাখ টাকা।
এ ছাড়া রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস সেরা ফিল্ডার নির্বাচিত হয়ে পেয়েছেন ৩ লাখ টাকা। উদীয়মান পেসার হিসেবে পুরস্কার জিতেছেন রিপন মণ্ডল, তার প্রাপ্তি ৩ লাখ টাকা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.