
জাতীয় ছাত্রশক্তি লালমনিরহাট জেলা কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে “হ্যাঁ যাত্রা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় ছাত্রশক্তি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ যাত্রা অনুষ্ঠিত হয়। যাত্রাটি লালমনিরহাট শহরের এমটি হোসেন ইন্সটিটিউট মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্বরে গিয়ে শেষ হয়।
হ্যাঁ যাত্রায় নেতৃত্ব দেন জাতীয় ছাত্রশক্তি লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক জোবাইল শাহাদাত জীবন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব আবদুল্লাহ হিল কাফি, যুগ্ম আহ্বায়ক ফারাবি হাসান জয় এবং মুখ্য সংগঠক রুবায়েত আল আজাদ রিয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হ্যাঁ যাত্রায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ছাত্রশক্তি সচেতন ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.