শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পঞ্চগড় জেলা শাখা।
আজ বুধবার (২১জানুয়ারী) বিকেলে পঞ্চগড় সার্কিট হাউস থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ছাত্রশিবিরের জেলা নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে ছাত্র সংসদ। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাএ শিবির এর সভাপতি মোঃ রাশেদ ইসলাম
ছাএ শিবিরের সাধারণ সম্পাদক মুহিবুল মুহিব সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি নাসির উদ্দিন সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমান
শহর সভাপতি মোঃ সাগর রানা আজাদ দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখসহ আরও অনেকে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.