আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.