‘ধুরন্ধর’-এর সাফল্যে এখনো বুঁদ সিনেপ্রেমীরা। এই ছবি যে বক্স অফিসে দীর্ঘ রেসের ঘোড়া, তা প্রমাণ করেছে পরিসংখ্যানই। এই ছবির মাধ্যমেই দীর্ঘদিনের ফ্লপের ধারা কাটিয়ে ফিরেছেন রণবীর সিং। একই সঙ্গে দর্শক পেয়েছেন অক্ষয় খান্নাকেও, একেবারে ভিন্ন ও চমকপ্রদ অবতারে।
আর সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে ‘ধুরন্ধর ২’-এর প্রতীক্ষা।
এই অপেক্ষার মাঝেই বি-টাউনে নতুন গুঞ্জন—‘ধুরন্ধর ২’-এ নাকি রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশলকে। পরিচালকের প্রিয় অভিনেতাকে ফের এই ফ্র্যাঞ্চাইজিতে দেখার সম্ভাবনায় অনুরাগীদের উত্তেজনা যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।
গুঞ্জন অনুযায়ী, ‘ধুরন্ধর’-এর সিক্যুয়ালে ভিকি কৌশলকে আবারও দেখা যেতে পারে ‘মেজর বিহান শেরগিল’ চরিত্রে।
যদিও প্রথম পর্বে এই চরিত্রের উপস্থিতি না থাকায় শুরু থেকেই অনেকে ধারণা করেছিলেন, দ্বিতীয় কিস্তিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এবার সেই জল্পনাই আরও জোরালো হচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ‘ধুরন্ধর ২’–এর মাধ্যমে পরিচালক আদিত্য ধর আবারও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’–এর আবহকে পর্দায় ফিরিয়ে আনতে পারেন। সেই সঙ্গে ভিকিকে দেখা যেতে পারে বিহান শেরগিলের চরিত্রে, যদিও তাঁর উপস্থিতি নাকি সীমিত—একটি ক্যামিও চরিত্রে।
একই সঙ্গে শোনা যাচ্ছে, সিক্যুয়ালে অক্ষয় খান্নার চরিত্রের পরিসরও নাকি কিছুটা কমানো হতে পারে।
তবে এত জল্পনা সত্ত্বেও এ বিষয়ে এখনো মুখ খুলছেন না পরিচালক আদিত্য ধর। বরাবরের মতোই ‘স্পিক লেস, ওয়ার্ক মোর’ নীতিতে অনড় তিনি ও ছবির টিম। ফলে দর্শকের কৌতূহল আরো বেড়েই চলেছে।
উল্লেখ্য, পরিচালক আদিত্য ধরের ঘনিষ্ঠ পছন্দের অভিনেতাদের তালিকায় ভিকি কৌশলের নাম বহুদিন ধরেই রয়েছে।
এমনকি ‘উরি’র স্মরণীয় চরিত্র বিহান শেরগিল–এর নামেই নিজের ছেলের নাম রেখেছেন ভিকি-বিহান কৌশল। সেই সময় নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়ে ‘উরি’র স্মৃতিও ভাগ করে নিয়েছিলেন আদিত্য ধর।
শোনা যাচ্ছে, খুব শিগগিরই প্রকাশ্যে আসতে পারে ‘ধুরন্ধর ২’-এর টিজার।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.