নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের টানা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার গোগনগর এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন বিডি’ নামের একটি প্লাস্টিক দানা উৎপাদনকারী কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গোগনগর এলাকার প্লাস্টিক সাইন বিডি নামে প্লাস্টিকের দানা উৎপাদনকারী কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের ৩টি, হাজীগঞ্জের ২টি ও ফতুল্লার ২টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, কারখানাটিতে দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় উৎপাদিত প্লাস্টিকের দানা, কাঁচামাল ও প্রিন্টার সহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.