
ঠাকুরগাঁও টাংগন নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল দিকে ওই ব্যক্তি নিজেই নদীতে নামেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে নদীর পাড়ে ফিরে আসতে না দেখে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২৫ মিনিটের চেষ্টার পর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নদী থেকে ওই অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.