বিকল্প ধারার ছবি দিয়ে শুরু হলেও চঞ্চল চৌধুরী এখন বাণিজ্যিক সিনেমার নির্ভরযোগ্য শিল্পী। মূলধারার একাধিক সিনেমায় দর্শকের মন ভরিয়েছেন তিনি। চমকে দিয়েছিলেন ‘তুফান’ সিনেমায় হাজির হয়ে। এবার জানালেন শাকিব খানের সঙ্গে অভিনয়ের কারণ।
চঞ্চল বলেন, ‘শাকিব খানের হিউজ একটা অডিয়েন্স আছে। আমাদের কাজেরও কিছু দর্শক আছে। সেটা তুলনামূলকভাবে হয়তো কম বেশি। যাই হোক না কেন। আমার চিন্তা ছিল, আমরা একসঙ্গে কাজ করলে সব ধরণের দর্শক পাব। সিঙ্গেল স্ক্রিনে হলভর্তি দর্শক হবে। সিনেপ্লেক্সেও পাব।’
গতকাল সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়েছিল ‘শাস্তি’সিনেমার সংবাদ সম্মেলন। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে ‘তুফানে’ অভিনয়ের কারণ জানান চঞ্চল।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে সিনেমাটিতে চঞ্চলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন পরীমণি। এবারই প্রথমবার কাজ করতে যাচ্ছেন তারা। ছবিটি নির্মাণ করছেন লিসা গাজী।
চলচ্চিত্রটির প্রযোজনায় যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। পরীমণি চঞ্চল ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী অর্ক। নির্মাতা লিসা গাজি জানান অক্টোবর-নভেম্বরের দিকে শুটিং শুরু হবে ছবিটির।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.