৮৫ বছর বয়সী হলিউড অভিনেতা আল পাচিনো প্রেম করছেন ৩২ বছরের কুয়েতি বংশোদ্ভুত প্রযোজক নুর আলফাল্লাহর সঙ্গে। সম্প্রতি একসঙ্গে দেখার পর থেকেই গুঞ্জন ডানা মেলেছে।
গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে দেখা যায় পাচিনো- আলফাল্লাহকে। এদিন সন্ধ্যায় ডিনারে যাওয়ার সময় লেন্সবন্দি হন তারা। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অনেক দিন পর পাচিনোর সঙ্গে দেখা গেল আলফাল্লাহকে। তাদের নিয়ে সম্পর্কের শুরু ২০২০ সালে। ২০২৩ সালে জন্ম নেয় তাদের সন্তান রোমান। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়ায় তাদের। শোনা যায় পাচিনোকে ভুলে কমেডিয়ান বিল মেয়ারকে মন দিয়েছেন আলফাল্লাহ।
এরপর আর একসঙ্গে ধরা দেননি পাচিনো- আলফাল্লাহ। এতদিন পর হঠাৎ এক হতেই গুঞ্জন শুরু। তবে কি ফের সম্পর্কের গাছে জল ঢালছেন অভিনেতা ও প্রযোজক? প্রশ্ন অনেকের। তবে সেসব নিয়ে কোনো মন্তব্য করেননি পাচিনো- আলফাল্লাহ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.