ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয়ে মাস জুড়েই ব্যস্ততা রয়েছে তার। নতুন নতুন নাটক দিয়ে আলোচনায় থাকা ছোট পর্দার এই তারকার ব্যক্তি জীবন নিয়েও দর্শকের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তিনি জানালেন আপাতত বিয়ে নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নেই। কাজেই হতে চান আরও বেশি মনোযোগী।
সম্প্রতি প্রকাশিত হয়েছে তানয়িার নতুন নাটক ‘শ্বশুর আব্বার টি-স্টল’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। জুয়েল এলিনের লেখা এবং জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় নাটকটি এরমধ্যেই দর্শক প্রিয়তা পেয়েছে। সেই নাটকের শুটিং সেটে গণমাধ্যম এর মুখোমুখি হন তানিয়া। কবে বিয়ে করছেন জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না কবে বিয়ে করবো। আপাতত বিয়ের চিন্তা ভাবনা নাই।’
তানিয়া এখন তার ক্যারিয়ারই বেশি মনোযোগী হয়েছেন। নিজের প্রতিভাগুণে উপহার দিতে চান দর্শকদের আরও ভালো ভালো নাটক। তাই আসছে ভালোবাসা দিবস কেন্দ্র করে বেড়েছে তার কাজের ব্যস্ততা। এ ছাড়া প্রচারের অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি নাটকও।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.