সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় অনেকবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় এবার একই দিনে দুইবার মাঠে নামতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। তবে ভিন্ন টুর্নামেন্টের ম্যাচে মাঠে নামবে তারা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। এবার একই দিন নারী ক্রিকেটারদের রাইজিং স্টার্স এশিয়া কাপেও মুখোমুখি হবে তারা। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রাইজিং স্টার্স এশিয়া কাপের সূচি ঘোষণা করে।
প্রথমবারের মতো ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। নারীদের রাইজিং স্টার্স এশিয়া কাপ অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে, আগামী ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সব ম্যাচই আয়োজন করা হবে ব্যাংককে।
টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানকে আবারও একই গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ ‘এ’-তে এই দুই দলের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ।
ফলে দুটি ম্যাচ একে অপরের সঙ্গে সময়ের দিক থেকে ওভারল্যাপ করবে না। নারীদের ম্যাচটি টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় চার ঘণ্টার মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.