ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জেড মর্তুজা তুলা তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আজ তিনি জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে মনোনয়ন প্রত্যাহার কার্যকর হয়।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক ঐক্য অটুট রাখার স্বার্থেই জেড মর্তুজা তুলা তার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। দলের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
মনোনয়ন প্রত্যাহারের সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা উপস্থিত থেকে তাদের সমর্থন জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.