কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০০টি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ারসার্ভিস সূত্র জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি লার্নিং সেন্টারে প্রথম আগুন লাগে। পরে তা দ্রুত পাশের শেড ও বসতঘরে ছড়িয়ে পড়ে।
উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বার্তা২৪.কম-কে জানান, ৪ নম্বর ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ১, ২ ও ৩ নম্বর ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে অন্তত ৫০০টি ঘর পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.