নরসিংদীর পলাশ উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় জনতা জুটমিলের ৪ নম্বর গেট সংলগ্ন মহিলা কোয়ার্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগম (৪২) জনতা জুটমিলের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। ঘটনার দিন রাতে ডিউটি শেষে সকালে বাসায় ফেরেন বিউটি বেগম। পরে সকাল ৯টার দিকে ছেলে আবির নেশার জন্য তার কাছে টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।
পলাশ থানার ওসি (তদন্ত) মো. কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.