বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে একটি হত্য মামলায় মুরাদ খান নামের একজন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ(আরপিএমপি)।
গ্রেপ্তার হওয়া মুরাদ খান ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নগরীর স্টেশন বাবুপাড়া শাজাপুরের মরহুম মোস্তাক আলমের ছেলে।
এবিষয়টি নিশ্চিত করে আরপিএমপি কমিশনার মজিদ আলী জানান, গ্রেপ্তার এড়াতে পাঁচ আগস্টের পর থেকে মুরাদ খাঁন আত্মগোপনে ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সে মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি।
উল্লেখ্য যে , রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।
এই মামলায় গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য। বর্তমানে তিনি পাঁচ দিনের পুলিশি রিমান্ডে রয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.