বিচ্ছেদ ও দূরত্ব তৈরি হলেও ফের শিরোনামে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহার। সম্প্রতি আসিমের বাড়িতে আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে হানিয়ার উপস্থিতি নতুন করে উসকে দিয়েছে তাদের পুরনো সম্পর্কের গুঞ্জন। আসিম আজহারের বাড়িতে আয়োজন করা হয়েছিল এক জমকালো কাওয়ালি সন্ধ্যার।
সেখানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন হানিয়া। নিজের ইনস্টাগ্রামে সেই রাতের বেশ কিছু মুহূর্ত শেয়ার করে হানিয়া ক্যাপশনে লিখেছেন, ‘আসল পর্বেও যেন ঠিক এভাবেই আনন্দ করা যায়।’ তার এমন রহস্যময় ক্যাপশন ঘিরেই এখন নেটদুনিয়ায় জল্পনার শেষ নেই।
ভক্তরা মনে করছেন, তারা হয়তো খুব শিগগিরই কোনো বড় ঘোষণা দিতে চলেছেন। ওইদিন কালো রঙের একটি কারুকাজ করা শাড়িতে দেখা গেছে হানিয়াকে। পিঠখোলা ব্লাউজ, চুলে লাল গোলাপের বিনুনি আর হাতে ভারী স্বর্ণের কাঁকন সব মিলিয়ে হানিয়ার সাজ ছিল রীতিমতো নজরকাড়া।
হানিয়া এবং আসিম দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে ছিলেন। মাঝে তাদের বিচ্ছেদ এবং আসিমের সঙ্গে মীরব আলীর বাগদানের খবরে সম্পর্কের ইতি ঘটেছে বলে ধরে নিয়েছিলেন সবাই। তবে সম্প্রতি মীরবের সঙ্গে আসিমের বাগদান ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ফের হানিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে। বিভিন্ন ইভেন্টে বর্তমানে তাদের প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে।
পেশাগত জীবনেও দুজনে ব্যস্ত সময় পার করছেন। হানিয়া আমির বর্তমানে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামাইত লো’-এর কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, আসিম আজহার গত নভেম্বরে প্রকাশ করেছেন তার প্রথম ইন্ডিপেন্ডেন্ট অ্যালবাম ‘আসিম আলী’।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.