বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে জ্বালানি তেল একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। ‘ব্ল্যাক গোল্ড’ নামে পরিচিত। এই সম্পদকে কেন্দ্র করেই চলছে আন্তর্জাতিক অস্থিরতা। সাম্প্রতিক কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তেল রপ্তানিতে শীর্ষ অবস্থান ধরে রাখতে দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ও ইনভেস্টোপিডিয়ার তথ্য অনুযায়ী, যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে বৈশ্বিক তেল বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। রপ্তানির পরিমাণ ও আয়ের ভিত্তিতে বর্তমানে বিশ্বের শীর্ষ পাঁচটি তেল রপ্তানিকারক দেশ হলো—
সৌদি আরব
তেল রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় ১৭ শতাংশ দেশটির দখলে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, সৌদি আরব প্রতিদিন গড়ে প্রায় ৬ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। ২০২৩ সালে এ পরিমাণ ছিল প্রায় ৬ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ওই বছর দেশটি দৈনিক ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে।
রাশিয়া
দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জেরে নানা নিষেধাজ্ঞার মুখে পড়লেও বিশাল তেল মজুদের কারণে দেশটি বিশ্ববাজারে নিজের অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালে রাশিয়া প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে। পশ্চিমা দেশগুলোর পরিবর্তে এখন তাদের প্রধান রপ্তানি গন্তব্য এশিয়া, বিশেষ করে চীন ও ভারত। ইনভেস্টোপিডিয়ার হিসাব অনুযায়ী, রপ্তানি আয়ের দিক থেকে রাশিয়া তৃতীয় অবস্থানে, আয় প্রায় ১২২ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্র
তেল রপ্তানিতে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দেশটির দৈনিক তেল রপ্তানি দাঁড়িয়েছে প্রায় ৪ দশমিক ১ মিলিয়ন ব্যারেলে। ইনভেস্টোপিডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের তেল রপ্তানি আয় ছিল প্রায় ১২৫ বিলিয়ন ডলার। ইউরোপীয় বাজারে রাশিয়ার জায়গা পূরণ করায় যুক্তরাষ্ট্র তেল রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কানাডা
বিশাল ‘অয়েল স্যান্ডস’ সমৃদ্ধ দেশ কানাডা রয়েছে চতুর্থ স্থানে। দেশটি প্রতিদিন গড়ে প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। ২০২৩ সালে এই পরিমাণ ছিল প্রায় ৩ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল। কানাডার রপ্তানিকৃত তেলের প্রায় ৯০ শতাংশই যায় প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। একই বছরে দেশটির তেল রপ্তানি আয় ছিল ১০৭ বিলিয়ন ডলারের বেশি।
সংযুক্ত আরব আমিরাত
পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশটি প্রতিদিন গড়ে প্রায় ২ দশমিক ৭ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। ২০২৩ সালে তাদের তেল রপ্তানি আয় ছিল প্রায় ৯৯ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক তেল রপ্তানির প্রায় ৭ দশমিক ৭৪ শতাংশ। যদিও দেশটির অর্থনীতি আগের তুলনায় তেলের ওপর কম নির্ভরশীল, তবু তেল ও গ্যাস এখনো জিডিপির গুরুত্বপূর্ণ অংশ।
এই পাঁচ দেশের পাশাপাশি তেল রপ্তানিতে বিশ্ববাজারে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে ইরাক, ব্রাজিল, নরওয়ে ও নাইজেরিয়ার মতো দেশগুলো।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.