
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (আজ) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিগত ডিভাইস ব্যবহারসহ নানা অনিয়মের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এতে মেধাবী ও প্রকৃত পরীক্ষার্থীরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত ও পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এডভোকেট মাহমুদুল হাসান রিপন (আইনজীবী), সবুজ মিয়া, সাগর আহমেদ, মেহেদী হাসান, আবুল বাসার (শিক্ষক) এবং ওরাকল গাইবান্ধা শাখার শিক্ষক আশা খাতুনসহ সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের অন্যান্য সদস্যরা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.