ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে গত কয়েকদিন ধরেই ঢালিউড পাড়ায় চলছিল নানা আলোচনা। বিশেষ করে দেশের বাইরের শুটিংয়ের জন্য ভিসা জটিলতা তৈরি হওয়ায় সিনেমাটি আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে এই বিগ বাজেটের সিনেমার শুটিং। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ।
তিনি জানান, আজ থেকে শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহ থেকে অংশ নেবেন। বর্তমানে ঢাকায় চারদিনের একটি শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ সম্পন্ন হবে।
শুরু থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। তবে এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা।
এই সিনেমায় শাকিবের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে একঝাঁক তারকাকে। এতে নারী প্রধান চরিত্রে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।
কাস্টিংয়ে আরও চমক নিয়ে থাকছেন শক্তিশালী অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ অনেকে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.