
জেকে বসেছে হাড়কাঁপানো শীত। দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বাড়ছে। এর মধ্যে রাজশাহীতে হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে। আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) ভোরে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এ বছর প্রথমবারের মতো রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জনপদ। জেলার ওপর দিয়ে এখন বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা জানান, আজ সকাল ৬টায় এ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তিনি আরও জানান, গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজশাহীতে হিমেল হাওয়ার দাপট বেড়েছে, যার ফলে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। উত্তরের এই ঠাণ্ডা বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
তীব্র শীতে রাজশাহীর জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.