মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ কোনো কৌতুক নয়— বরং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমেও দ্বীপটি দখল নিতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর মার্কো রুবিও।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক মেগিন কেলির টেলিভিশন শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কো রুবিও। সেখানে তিনি বলেন—
"যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড কিনতে চান। তবে যদি তার এই প্রচেষ্টা ব্যর্থ হয়, তাহলে বলপ্রয়োগের মাধ্যমেও দ্বীপটি দখল করতে পারেন তিনি।"
রুবিও আরও বলেন—
"এটি কোনো কৌতুক নয়, এটি নিছক ভূমি দখলের বিষয়ও নয়। বরং এটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। তাই এ বিষয়ে সমাধান প্রয়োজন।"
সাক্ষাৎকারে রুবিও আরও উল্লেখ করেন যে,
"সামনের বছরগুলোতে উত্তর মেরুর আর্কটিক সাগর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হয়ে উঠবে। চীন এই পথ দখলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।"
২০২৪ সালের নির্বাচনে জিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে তিনি ২০২৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এই চার বছরে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে পারবে কি না— এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.