প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১০:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ৭:১০ পি.এম
পবিত্র শবেবরাত ১৪ ফেব্রুয়ারি

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায়, শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। এর ফলে, ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পবিত্র শবেবরাত, যাকে ‘মুক্তির রাত’ বলা হয়, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ রাত। এই রাতে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তিলাওয়াত এবং জিকির করা হয়। মুসলমানরা তাদের অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতের কল্যাণ কামনা করেন।
শবেবরাত, যা আরবি পঞ্জিকার শাবান মাসের মধ্য রজনী, রমজান মাসের আগমন ঘোষণা করে। এই রাতকে কেন্দ্র করে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন ধর্মীয় কার্যক্রম আয়োজন করে, যার মধ্যে দোয়া মাহফিল, কুরআন তিলাওয়াত এবং হামদ-নাত অন্যতম।
এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা রমজান মাসের প্রস্তুতি শুরু করেন, যাতে তাদের পূর্ণ রুহানি প্রস্তুতি থাকে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.