স্বর্ণের দাম আজ সোমবার প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে আরো সুদহার কমতে পারে—এমন প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় স্বর্ণের দামও বেড়েছে। একই সঙ্গে রুপার দামও বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
স্থানীয় সময় আজ ভোরে সোনার বর্তমান বাজার মূল্য ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৩৯৭ দশমিক ১৬ ডলার।
দিনের শুরুতে সোনার দাম সাময়িকভাবে ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে ৪ হাজার ৪০০ দশমিক ২৯ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়ে। অন্যদিকে, রুপার বর্তমান বাজার মূল্য ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়, যা রুপার ইতিহাসে সর্বোচ্চ দাম।
ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া সোনার ভবিষ্যৎ চুক্তি বৃহস্পতিবার ০ দশমিক ৯৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৩০ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া সোনার ভবিষ্যৎ চুক্তি, যেখানে ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট পরিমাণ সোনা, নির্দিষ্ট দামে এবং ভবিষ্যতে একটি নির্দিষ্ট তারিখে কেনাবেচা করতে সম্মত হন।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে একের পর এক রেকর্ড ভেঙেছে মূল্যবান এই ধাতু। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ডলার ও ৪ হাজার ডলার অতিক্রম করেছে। বাজার বিশ্লেষকদের মতে, এতে করে ১৯৭৯ সালের পর স্বর্ণের সর্বোচ্চ বার্ষিক উত্থান হতে যাচ্ছে।
অন্যদিকে রুপার বাজারে দেখা গেছে আরো নাটকীয় ঊর্ধ্বগতি। বছর শুরুর পর থেকে রুপার দাম ১৩৮ শতাংশ বেড়েছে, যা স্বর্ণের তুলনায় অনেক বেশি। শক্তিশালী বিনিয়োগ প্রবাহ এবং দীর্ঘদিনের সরবরাহ সংকট রুপার দামে এই উত্থানের প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন বিশ্লেষকেরা।
বিশেষজ্ঞদের ধারণা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়তে থাকায় স্বর্ণ ও রুপার বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘ডিসেম্বর মাসে সাধারণত স্বর্ণ ও রুপার দাম বাড়ে, তাই মৌসুমি দিক থেকে এগুলোর পক্ষে পরিস্থিতি রয়েছে।
তিনি আরো বলেন, ‘এই মাসেই স্বর্ণের দাম ইতিমধ্যে ৪ শতাংশ বেড়েছে এবং আমরা বছরের শেষের দিকে চলে এসেছি। তাই বাজারে লেনদেনের পরিমাণ কমে আসতে পারে এবং মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও বাড়তে পারে—এ কারণে দাম আরো বাড়বে ধরে নিয়ে বিনিয়োগকারীদের কিছুটা সতর্ক থাকা উচিত।’
রয়টার্সের টেকনিক্যাল বিশ্লেষক ওয়াং তাও বলেছেন, স্বর্ণের দাম আরো বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৭ ডলারে পৌঁছাতে পারে।
সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণ বর্তমানে ভূরাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনা এবং আগামী বছরে সুদের হার কমার প্রত্যাশা—এই সব কারণে চাহিদা বাড়ছে। পাশাপাশি ডলারের মান দুর্বল হওয়ায় বিদেশি ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলক সস্তা হয়েছে, যা দামে বাড়তি গতি জুগিয়েছে।
বাজারে এখনো যুক্তরাষ্ট্রে আগামী বছরে দুই দফা সুদ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করা হচ্ছে, যদিও ফেডারেল রিজার্ভ সতর্ক অবস্থানের ইঙ্গিত দিয়েছে। সুদ না দেওয়া সম্পদ, যেমন স্বর্ণ সাধারণত কম সুদের পরিবেশে লাভবান হয়।
অন্য ধাতুগুলোর মধ্যে প্লাটিনামের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ হাজার ৫৭ দশমিক ১৫ ডলারে উঠেছে, যা ১৭ বছরেরও বেশি সময়ের সর্বোচ্চ। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮৬ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে, যা প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.