কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শফিউল আলম আয়াছ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ছাইরাখালী ছিঁড়াপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম আয়াছ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ সেলিম উদ্দীনের ছেলে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শফিউল আলম আয়াছ ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানার মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাসচালককে শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.