বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় গতকালেই তৃতীয় অবস্থানে ছিলো ঢাকা কিন্তু একধাপ এগিয়ে আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে। এই সময়ে ঢাকার বায়ুর মান স্কোর ছিল ২৬৭।
তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ৩২৮! অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। তিনে রয়েছে উগান্ডার রাজধানী কাম্ফালা। সেখানকার বায়ুমান ১৯৪ অর্থাৎ অস্বাস্থ্যকর। চারে থাকা ইরানের রাজধানী তেহরানের বায়ুমান ১৮৩, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর। পাঁচে থাকা ভিয়েতনামের হানোইয়ের বায়ুমান ১৮১।
দূষিত শহরের তালিকার ছয়ে রয়েছে পাকিস্তানের লাহোর, সাতে চীনের চংকিং, আটে নেপালের কাঠমাণ্ডু, নয়ে চীনের চেংডু ও দশে রয়েছে মিশরের রাজধানী কায়রো।
প্রসঙ্গত, বায়ুমান ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দূর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.