বিপিএলে আবারও পারিশ্রমিক বিতর্ক ঘিরে আলোচনায় চিটাগং কিংস। এর আগে পারভেজ হোসেন ইমন ইস্যুতে সমালোচিত হওয়া দলটি এবার দুই বিদেশি ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে বিতর্কের মুখে পড়েছে।
পাকিস্তানের খাজা নাফে ও আফগানিস্তানের জুবাইদ আকবরী এখনও তাদের প্রাপ্য অর্থ পাননি। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও সরবরাহ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন, তবে তিনি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন,
"নাফের ব্যাপারে কোনো সমস্যা নেই। তার সঙ্গে চুক্তিই হয়েছিল, সে ক্যাশ নিয়ে যাবে। তাদের অনেক সম্মান দেওয়া হয়। কিছু মন্তব্যে আমি অসন্তুষ্ট ছিলাম, এর বেশি কিছু নয়।"
এটি চিটাগং কিংসের জন্য নতুন কোনো ঘটনা নয়। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। একইভাবে জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনের সঙ্গেও অপমানজনক আচরণের অভিযোগ উঠেছিল ফ্র্যাঞ্চাইজির মালিকের বিরুদ্ধে।
এবার দুই বিদেশি ক্রিকেটারের বকেয়া পারিশ্রমিকের বিতর্ক বিপিএলের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.