যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিতের আদেশ কার্যকর হওয়ার মুহূর্তে আদালতের নির্দেশে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৫টায় এই আদেশ কার্যকরের কথা থাকলেও শেষ মুহূর্তে আদালতের বিচারক লরেন আলি খান তা স্থগিত করেন। আদালতের এই আদেশ আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে, এরপর বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে।
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সংগঠন মামলা করেছিল। তাদের দাবিতে উল্লেখ করা হয়, অনুমোদিত তহবিল হঠাৎ করে স্থগিত করা হোয়াইট হাউজের জন্য আইন লঙ্ঘনের শামিল।
হোয়াইট হাউজের নির্দেশে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ফেডারেল অর্থায়ন স্থগিত রাখতে বলা হয়েছে। প্রশাসনের ভাষ্যমতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর তারা বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট এক বিবৃতিতে বলেন, "বিলিয়ন বিলিয়ন ট্যাক্স ডলারের রক্ষণাবেক্ষণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।"
এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল অনুদান ও ঋণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যা বিভিন্ন সংস্থা ও ব্যক্তির অর্থায়ন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.