প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ আইএল টি–টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার–কাটারে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার দক্ষতার কারণে বিপিএল তো বটেই, আইপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগে তার জনপ্রিয়তা বরাবরই বেশি।
আইএল টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়েই খেলবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বৃহস্পতিবার রাতে তিনি আমিরাতের উদ্দেশে রওনা দেন। বিমানে ওঠার পর একটি সেলফি পোস্ট করে নিজের ফেসবুক পেজে লেখেন, ‘২০২৫ আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দিচ্ছি। দুবাই ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে তর সইছে না।’
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজ আগে থেকেই পরিচিত মুখ। আইপিএলে তিনি পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন; ৬০ ম্যাচে তার ঝুলিতে ৬৫ উইকেট, ইকোনমি ৮.১৩। ২০২৪ আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৯.২৬ ইকোনমি থাকলেও পরিস্থিতি অনুযায়ী দারুণ বোলিং করে নজর কেড়েছিলেনৎ
গত মৌসুমে ভারত–পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে জেক ফ্রেজার ম্যাকগার্ক না খেলায় দিল্লি ক্যাপিটালস তার বিকল্প হিসেবে দলে নেয়। পেস বোলিং কোচ শন টেইট তখন বলেছিলেন, ‘সে একটা দারুণ মাত্রা তৈরি করেছে। সব সময় ভালো পারফর্ম করে আসছে ও সেরা খেলোয়াড়রা এমনটাই করে থাকে। আইপিএল থেকে শুরু করে সবখানে তাকে চায়।’
আইএল টি–টোয়েন্টিতে সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে। তবে গালফ জায়ান্টসের বিপক্ষে গতকাল তাকে একাদশে রাখা হয়নি।
এদিকে উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়েছে ডেজার্ট ভাইপার্স। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স ও ডেজার্ট ভাইপার্স।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.