দক্ষিণ কোরিয়ার বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় হংকংগামী এয়ার বুসানের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যায়। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানটিতে ১৭৬ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন। আগুন লাগার মাত্র ৮ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন। তবে চারজন সামান্য আহত হয়েছেন।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় এটাই প্রথম নয়। এর আগে গত ২৯ ডিসেম্বর জেজু এয়ারের একটি ফ্লাইটও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়, যাতে ১৭৯ জন প্রাণ হারান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.