দিনাজপুরের সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ওপর হামলা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবেদুল ইসলামকে পদ থেকে বহিষ্কার এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকদেওতৈর দাখিল মাদ্রাসার সামনের সড়কে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা দুই শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার দ্বারা সাধারণ মানুষ হামলার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে আবেদুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং এলাকাবাসীর নিরাপত্তা প্রদানে প্রশাসনের কঠোর ভূমিকার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের ওপর হামলার মতো জঘন্য ঘটনার বিচার না হলে এলাকায় অশান্তি বাড়বে। তাই ন্যায়কন্য বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.