
চোরাচালান প্রতিরোধে সাঁড়াশি অভিযানে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) ৬৩টি ভারতীয় শাড়ি জব্দ করেছে। উদ্ধারকৃত শাড়িগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর বিওপি-সংশ্লিষ্ট রামখানা ক্লিনিক মোড় এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এতে চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ৬৩ পিছ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িত চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
তিনি স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.