আসন্ন বিপিএলকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে চার তারকা ক্রিকেটারকে দলে নেয়ার পর নিলামেও বেশ দক্ষতার পরিচয় দেয় তারা। এবার আরও এক বিদেশি তারকাকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস।
নিলামের আগে সরাসরি চুক্তিতে বাংলাদেশের তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে ভেড়ায় ঢাকা। বিদেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকাকে। এবার জানা গেছে ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি নিজেরাই এ তথ্য নিশ্চিত করেছে।
টি-টোয়েন্টি ফরম্যাটের বেশ অভিজ্ঞ ক্রিকেটার ইমাদ। এখন পর্যন্ত ৪১২টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৩২৭ রান করার পাশাপাশি বল হাতে উইকেট শিকার করেছেন ৩৭৭টি। দলের প্রয়োজনে যেমন ব্যাট হাতে জ্বলে ওঠার সক্ষমতা রয়েছে তার তেমনি বোলিংয়েও বেশ দক্ষ এই পাক অলরাউন্ডার।
বিপিএলে ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৪ উইকেট। তবে বাংলাদেশের এই টুর্নামেন্টে ব্যাট হাতে সাফল্যের দেখা পাননি ইমাদ। ৭ ইনিংসে ১২ গড়ে করেছেন কেবল ৬৩ রান। স্ট্রাইকরেটও একশোর অনেক নিচে।
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: শামীম পাটোয়ারী, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবর
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.