গেল ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছিল আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’। তবে ‘বরবাদ’ সুপারহিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে ‘অন্তরাত্মা’। কোনো রকম প্রচারণা ছাড়া কয়েক বছর আগের এই সিনেমা অনেকটা হুট করে প্রেক্ষাগৃহে এলে দর্শক তা গ্রহণ করেনি।
এবার সেই সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
আগামী বৃহস্পতিবার থেকে সিনেমাটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
‘অন্তরাত্মা’ নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।
গল্পে দেখা যাবে, ছোটবেলায় প্রথমের (শাকিব) মা-বাবা খুন হয় সন্ত্রাসীদের হাতে।
বড় হয়ে প্রথম হয়ে ওঠে সন্ত্রাসীদের আতঙ্ক। কিছুরই অভাব নেই তার। তবে সে খুব একা। তার সঙ্গে দেখা হয় রূপকথার (দর্শনা)।
তার প্রেমে পড়ে সে। বিয়েও করে। তবু প্রথমের জীবনে স্থিরতা আসে না।
চার বছর আগে ২০২১ সালে শুটিং হয়েছিল ‘অন্তরাত্মা’ সিনেমার। ওই বছরের রোজার ঈদে মুক্তির কথা ছিল।
কিন্তু অজানা কারণে আটকে যায় সিনেমাটির মুক্তি। এ বছর রোজার ঈদে হঠাৎ করে মুক্তির ঘোষণা দেওয়া হয়।
তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ প্রযোজনা করেছেন সোহানী হোসেন। এতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ অনেকে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.