দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে লালমনিরহাট জেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের-এর নাম।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা জামায়াতের সহঃ সেক্রেটারি ও সদর ৩ আসনের পরিচালক শাহ আলম।
তিনি জানান, দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী লালমনিরহাট ৩নং আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনু্স্ঠিত সমাবেশে প্রার্থির নাম ঘোষনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালীম এডভোকেট আবু তাহেরকে লালমনিরহাট-৩ আসনে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।
এদিকে প্রার্থী ঘোষণার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা। জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.