
অগ্রহায়ণের মধ্যবর্তী সময়েই উত্তরের জেলা লালমনিরহাটে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় এ জেলায় শীতের আগমনী বার্তা মিলছে বেশ আগেভাগেই।
মঙ্গলবার ২রা ডিসেম্বরসকাল থেকেই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।
আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
ভোররাত থেকেই লালমনিরহাট সদরসহ ৫টি উপজেলায় কুয়াশার ঘনত্ব ছিল চোখে পড়ার মতো। ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টির মতো টপ টপ করে কুয়াশা পড়তে দেখা যায়। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
শীতের এই তীব্রতায় স্থবিরতা নেমে এসেছে কর্মজীবী মানুষের জীবনে। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও কৃষকদের ভোগান্তি চরমে। পেটের তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই তাদের বের হতে হচ্ছে কাজে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুবেল চন্দ্র সরকার বলেন , মঙ্গলবার সকালে লালমনিরহাটে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশার ঘনত্ব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.