‘বইয়ের ডানায় স্বপ্ন উড়াল’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে পথচলা শুরু করলো শিশু–কিশোরদের জন্য নতুন এক পাঠাগার ‘ঘাষফড়িং পাঠাগার’। ধরলা নদীর পূর্ব পাড়ে গড়ে ওঠা এ পাঠাগার নিয়ে তৈরি হয়েছে সাংস্কৃতিক অঙ্গন ও স্থানীয় তরুণদের মধ্যে উৎসবমুখর পরিবেশ।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ও লেখক সুশান্ত বর্মন পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা করেন। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভৌমিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
কবি সাম্য রাইয়ান, সাহিত্যিক মোখলেছুর রহমান, জলবায়ু কর্মী সুজন মোহন্ত, শিক্ষক জ্যোতির্ময় বর্মন, সাহিত্য কর্মী নুসরাত জাহান, পাঠাগার সংগঠক জয়নাল আবেদিন, পলাশ রায়, রাজ্য জ্যোতিসহ স্থানীয় সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সদস্যরা।
উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, গ্রামীণ পরিবেশে শিশু ও কিশোরদের পাঠচর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বইয়ের সঙ্গে শিশুদের সম্পর্ক তৈরি হলে তারা সুস্থ চিন্তা, নৈতিকতা ও সৃজনশীলতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। ঘাষফড়িং পাঠাগারটি ভবিষ্যতে শিশুদের জন্য নিয়মিত পাঠচক্র, গল্পবলাসভা, সাংস্কৃতিক অনুশীলন ও মুক্ত পাঠের আয়োজন করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে পাঠাগারটি শিশু–কিশোরদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে। এটি কুড়িগ্রামে প্রতিষ্ঠিত দ্বিতীয় শিশুতোষ পাঠাগার, যা জেলার পাঠাভ্যাসধারাকে আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.