বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার। সকাল-সন্ধ্যার বাতাসে অনুভূত হচ্ছে শীতের পরশ। তবে দিনভর সূর্যের তেজে তাপমাত্রা থাকছে ২৭থেকে ৩০ ডিগ্রির ঘরে।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
উত্তরের হিমেল হাওয়া এ জেলাটির ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে শীতের তীব্রতাও ক্রমেই বাড়ছে। গত কয়েকদিন ধরে হিমেল হাওয়া আর বাতাসের আর্দ্রতার ফলে জেলার সর্বত্র শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। এতে গরিব ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হেডলাইন জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সকালবেলা স্কুলগামী শিশু, ভোরের শ্রমজীবী মানুষ আর চা-বাগানের শ্রমিক ও পাথর শ্রমিকরা পরছেন বিপাকে।
স্কুল ছাত্রী উর্মী বলেন, সকালে ঘুম থেকে উঠলে ঠান্ডা লাগে। বাসা থেকে যখন বের হই তখন বাতাস আর কুয়াধায় আরো বেশি ঠান্ডা লাগে।
রিক্সাচালক আলম বলেন, সকালে রিক্সা নিয়ে বের হলে হাত মুখু ঠান্ডা লাগে। রিস্কা চালালে হাত-পা বরফের মত ঠান্ডা হয়ে যায় হাত কাঁপে। রোদ উঠলে আবার গরম লাগে। এই সময়টা একটু অদ্ভুত মনে হয়।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.