অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। রোববার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
দেশটির সরকার সতর্ক করে জানিয়েছে, বয়সসীমা অতিক্রম না করা শিশুরা যেসব 'এইজ রেস্ট্রিক্টেড' প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেগুলোকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে, নাহলে লাখ লাখ ডলারের জরিমানা ভোগ করতে হবে।
অস্ট্রেলিয়ার অ্যাল সেন্টস অ্যাঙ্গলিকান স্কুলে ৩শ' শিক্ষার্থীর সামনে অনুষ্ঠিত এক সভায় শিশুদের কাছে নতুন বিধিনিষেধের ব্যাপারে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ডিসেম্বর ১০ থেকে প্রযোজ্য এই বিধিনিষেধের আওতায় থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে রয়েছে স্ন্যাপচ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম, কিক, রেডডিট, থ্রেডস, টিকটক, এক্স এবং ইউটিউব।
দেশটির সরকারের লক্ষ্য শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দেয়া। তবে, প্ল্যাটফর্মগুলো বলছে, তারা ইতিমধ্যেই নিরাপদ ব্যবস্থার ওপর কাজ করছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.