ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ পুকুরে ভেসে উঠে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নিহত হৃদয় হোসেন রাজমিস্ত্রি কাজ করতেন বলে জানা যায়।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ধামরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছোট চন্দ্রাইল এলাকায় অস্ট্রেলিয়া ব্লো নামে একটি প্রজেক্ট এর পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হোসেন নীলফামারী জেলার সৈয়দপুর এলাকার চান মিয়ার ছেলে। সে তার ভাইয়ের সঙ্গে ছোট চন্দ্রাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার থেকে হৃদয়ের কোনো খোঁজ খবর পায় না। অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও তার কোনো খবর পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করার পরই জানতে পারি এটি হৃদয়ের লাশ নিহতের বড় ভাই হৃদয়ের লাশ নিশ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন।
এই বিষয়ে ফজলুর রহমান নামে হৃদয়ের এক আত্মীয় বলেন, হৃদয় অবিবাহিত। বড় ভাইয়ের সঙ্গে ছোট চন্দ্রাইল এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে। হৃদয় রাজমিস্ত্রি কাজ করত। গত বুধবার থেকে হৃদয়কে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছি। কিন্তু আজ পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুকুর পাড়ে যাই, পুলিশ লাশ উদ্ধার করার পর জানতে পারি এটি হৃদয়ের লাশ। উদ্ধারের সময় নিহতের পরনে লাল রঙের একটি জ্যাকেট, কালো জিন্সপ্যান্ট, দুই হাতে সাদা গ্লাভ্স পরা ছিল। নিহতের লাশ ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এ বিষয়ে পুলিশের এসআই ফারুক হোসেন বলেন, পুকুর থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.