ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গত সাত মাস ধরে অসুস্থ একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। চিকিৎসার প্রয়োজনে গত ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন নিসচার প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন পুরোপুরি কথা বলতে পারছেন। অসুস্থতার কারণে আগে কথা বলায় যে জড়তা বা সমস্যা ছিল, তা কেটে গেছে।
চিকিৎসা পদ্ধতি সম্পর্কে লিটন এরশাদ বলেন, ‘ইতোমধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের অনেকটা অংশ অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।’
বর্তমানে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। এটি শেষ হলে চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে নিসচার এই নেতা জানান, নতুন পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে চিকিৎসা কতটা ফলপ্রসূ হয়েছে এবং তার শরীর কোন অবস্থায় রয়েছে। রিপোর্টের ওপর ভিত্তি করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘ তিন মাস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.