মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিশর ও আরব লীগ।
সোমবার (২৭ জানুয়ারি) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প সম্প্রতি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘আপনারা সম্ভবত ১৫ লাখ মানুষের কথা বলছেন এবং আমরা পুরো এলাকাটি খালি করে ফেলব।’
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের নিজ ভূমিতে থাকার অধিকারের প্রতি অবিচল সমর্থন প্রদান করছে এবং কোনোভাবেই ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত মেনে নেবে না। জমি দখল, সংযুক্তকরণ বা স্থানান্তরের মাধ্যমে ফিলিস্তিনিদের উৎখাতের প্রচেষ্টা প্রতিরোধ করা হবে।
ট্রাম্প বলেছেন, ১৫ মাসের যুদ্ধের ফলে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তিনি চান মিশর ও জর্ডান গাজার বাসিন্দাদের স্থানান্তর করুক, যা অস্থায়ী বা দীর্ঘমেয়াদী হতে পারে।
এ বিষয়ে আরব লীগ বলেছে, ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক স্থানান্তর ও উৎখাত জাতিগত নিধনের শামিল। সংস্থা আরও বলেছে, অতীতে এমন প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে এবং এবারও ব্যর্থ হবে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এটিকে ‘লাল রেখা’ হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন, ফিলিস্তিনিদের স্থানান্তরিত করার প্রচেষ্টা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। তিনি জোর দিয়ে বলেছেন, এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যকে ধ্বংস করবে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে এবং বলেছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে উৎখাত করা হলে এই সমাধান কখনোই সম্ভব হবে না।
এদিকে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘আমরা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। জর্ডান জর্ডানের মানুষদের জন্য, আর ফিলিস্তিন ফিলিস্তিনিদের জন্য।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.