ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলার সময় হঠাৎ চোট পান এই অলরাউন্ডার। ব্যথায় কাতর হয়ে মাঠেই বসে পড়েন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মিরাজকে।
তার চোটের গুরুতর অবস্থা এখনো জানা যায়নি। খুলনা টাইগার্স কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে মাঠের পরিস্থিতি দেখে মনে হচ্ছে চোটটি বেশ গুরুতর হতে পারে। যদি সেটি সত্যি হয়, তাহলে বিপিএলে খুলনার প্লে-অফ যাত্রা কঠিন হয়ে পড়বে। দলীয় পরিকল্পনায় মিরাজের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। খুলনা শিবির এখন প্রার্থনায়, মিরাজ দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.