ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় কার্যক্রম চালু করা হবে।
ইসি সূত্র জানায়, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এখন তালিকা প্রিন্টের কাজ শুরু হচ্ছে। নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.