রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ দুই শিক্ষককে একাডেমিক ও বিভাগীয় কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের তদন্ত শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষকরা হলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞা।
তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশ এবং অন্যান্য প্রাসঙ্গিক অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.