
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
কাল শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক নোটিশে ভোটার তালিকা প্রকাশ করে। খসড়া তালিকায় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা নির্বাচনে ভোটদানের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট বিভাগ ও হল নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে। শিক্ষার্থীরা তালিকা যাচাই করে প্রয়োজনীয় আপত্তি বা সংশোধনের জন্য আগামী ২৪ নভেম্বর ২০২৫ বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে পারবেন। আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২৬ নভেম্বর, ২০২৫ প্রকাশ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.