
লালমনিরহাট ও কুড়িগ্রামের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ধারাবাহিক সাড়াশি অভিযান পরিচালনা করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির পৃথক দুই অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করা হয়েছে এবং একজন আসামীকে আটক করেছে বিজিবি।
প্রথম অভিযানটি পরিচালিত হয় ২১ নভেম্বর রাত ৮টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার গজেরকুটি এলাকায়। বালারহাট বিওপি’র বিশেষ টহলদল সন্দেহজনক গতিবিধি দেখে আহম্মদ আলী (৩৪) নামে এক ব্যক্তি আটক করে। তার কাছ থেকে ভারতীয় ইস্কাফ সিরাপের ১০ বোতল জব্দ করা হয়।
অপরদিকে, ২২ নভেম্বর ভোর ৬টায় লালমনিরহাটের হাতিবান্ধা থানার খামারভাতী এলাকায় ঝাউরানী বিওপি’র টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে পালিয়ে যায়। ফেলে যাওয়া মালামাল তল্লাশিতে ভারতীয় গাঁজা ৫ কেজি এবং ইস্কাফ সিরাপ ১১৭ বোতল উদ্ধার করা হয়।
১৫ বিজিবি জানায়, জব্দ করা মোট ১২৭ বোতল ইস্কাফ সিরাপের মূল্য প্রায় ৫০,৮০০ টাকা, গাঁজা ৫ কেজির মূল্য ১৭,৫০০ টাকা, সর্বমোট ৬৮,৩০০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক আহম্মদ আলীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। অন্যান্য চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
মাদকবিরোধী এ অভিযানে বিজিবির দ্রুততা, সতর্কতা ও পেশাদারিত্ব সীমান্ত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.